সম্পর্ক তৈরি করার সময় যে বিষয় খেয়াল রাখবেন

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১০:৫৩
অ- অ+

মনের দিক থেকে প্রতিটি মানুষই কম বেশি শক্তিশালী। প্রতিবাদের হাবভাব শুধুমাত্র মুখে দেখালে চলবে না কাজেও করে দেখাতে হবে। তবে এখনকার দিনের বেশিরভাগ মেয়েই কিন্তু মনের দিক থেকে ভীষণ রকম শক্তিশালী। সকলকেই নানা রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে আসতে হয়। এখনও অনেকের মধ্যেই লিঙ্গভেদের মানসিকতা রয়েছে। তবে দৃঢ়চেতা মহিলারা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। সেই সঙ্গে এই রকম মহিলাদের থেকে কিন্তু অনেক কিছু শেখার থাকে। তবে এমন মানসিকতার মহিলাদের প্রেমে পড়া কিন্তু সহজ নয়। তবে যদি আপনার প্রেমিকা হন এমন কঠোর মনের মানুষ এবং সেইসঙ্গে ভীষণ রকম আত্মবিশ্বাসী তাহলে তার সঙ্গে প্রেম করার সময় যে বিষয় বিষয় অবশ্যই মাথায় রাখবেন-

সহজ এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসেন

ঘুরিয়ে পেঁচিয়ে নয়, নিজের প্রয়োজন এবং মনের কথা সহজ ভাবে বলতে পছন্দ করেন। কোনও কিছুতে আপত্তি থাকলেও সোজাসুজি বলে দেন। নিজেদের মত প্রকাশে কোনও বাধা রাখেন না। মনে যা মুখেও তা।

সুন্দর করে যোগাযোগ রাখেন

সব সময় ফোন, টেক্সট নয় বরং তিনি নিজের মতো করে যোগাযোগ রাখেন। সময়ে নিজের কাজ করেন। কাজ, ব্যস্ততা সব কিছু খুব সুন্দর করে ম্যানেজ করেন। এমন কিছুও করেন না যাতে খুব খারাপ দেখায়।

কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন না

এমন ধরনের মেয়েরা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। আর তাই তারা কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন না। নিজের এবং সঙ্গীর উপর তাঁদের বিশ্বাস থাকে। আর এমমন মেয়েরা চট করে প্রেমে পড়েন না। শেষপর্যন্ত যাঁদের প্রেমে পড়েন মানুষ হিসেবে কিন্তু তারা খাঁটি।

প্রেমিকা সুলভ কথাবার্তা বলেন না

এমন মেয়েরা কিন্তু প্রেমিকা সুলভ হাবভাব রাখেন না। বরং অনেক বেশি বন্ধু। সেই সঙ্গে তারা খেলা থেকে রাজনীতি সব বিষয় নিয়েই কিন্তু প্রেমিকের সঙ্গে আলোচনা করেন। এমন মানুষের সঙ্গে কথা বললেও মন ভালো হয়।

কখনও আপনাকে অশ্রদ্ধা করবে না

মেয়েরা কিন্তু কখনই আপনাকে অসম্মান করবে না কিংবা আপনার নেওয়া সিদ্ধান্তের উপর কোনও কথা বলবে না। মেয়েরা খুব বুঝদার হয়। আর তাই তাদের সঙ্গে সকলের ভালো সম্পর্ক তৈরি হয়। এমন মানুষরা জীবনে থাকলে জীবন অনেক বেশি সুন্দর হয়।

(ঢাকাটাইমস/২আগস্ট/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা