ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, শনাক্ত ২৭৩

সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে শনাক্ত হয়েছে ২৭৩ জন। জেলায় সংক্রমণের হার ৪৫ দশমিক ৪৬ শতাংশ ছাড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭ হাজার ৯২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৩১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। আর মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।

মন্তব্য করুন