বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ ‘ভালো দল’, প্রমাণ করতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৬:৩৭| আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:৪১
অ- অ+

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটা, এমন প্রশ্নে বেজায় চটেছিলেন টাইগার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কোচের বিশ্বাস এই সংস্করণে ভালো করার মতো অনেক সম্ভাবনাই রয়েছে ক্রিকেটারদের। একই বিশ্বাস বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। ঘরের মাঠে অসিদের বিপক্ষে ভালো খেলে প্রমাণ দিতে চান ‘টি টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো দল’।

আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে কোনো দল র‍্যাংকিংয়ে যত উপরেই থাকুক না কেন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কাউকে আপনি হারাতে পারবেন।

ঘরের মাঠে ‘ভারসাম্যপূর্ণ’ বাংলাদেশ অনেক ভালো দল উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, সিরিজে প্রত্যেক খেলোয়াড়ের জন্যও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ। ঘরের মাঠে আমরা বেশ ভালো দল। চেষ্টা করব আবারও এটা প্রমাণ করার। এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি দল ভারসাম্যপূর্ণ।

বাংলাদেশ সফররত অসি দলে নেই ওয়ার্নার-স্টিভ স্মিথ, সিরিজ শুরুর আগেই চোটে পরে ছিটকে গেছেন অ্যারন ফিঞ্চও। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে কোনভাবেই দুর্বল ভাবছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিজেদের সেরাটা খেলেই সফররতদের হারাবে বাংলাদেশ।

টাইগার অধিনায়ক বলেন, সেরা সুযোগ কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে।

উল্লেখ্য, কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কাল মঙ্গলবার (৩ আগস্ট)। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব কয়টি ম্যাচ।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা