শরিফুল-মুস্তাফিজে চাপে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৯:২২| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:২৯
অ- অ+

মুস্তাফিজ-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে খেই হারাচ্ছে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। পরপর দুই বলে দুই উইকেট তুলে মুস্তাফিজ চাপে ফেলেছেন অজিদের। পরে আবার আঘাত হানেন শরিফুর ইসলাম।

অস্ট্রেলিয়া একশো পূর্ণ করার পরে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই হারিয়েছে তাদের ৩ উইকেট। শুরুর ধাক্কাটা দেন সাকিব। ৫৭ রানের বড় জুটি ভাঙেন সাকিব। পরে ভয়ংকর রুপে থাকা মিচেল মার্শকে ফেরান শরিফুল। আর পরে একই ওভারে অজি অধিনায়ক ও অ্যাশটন অ্যাগারকে তুলে নেন কাটার মাস্টার। শেষে অ্যাশটন টার্নারকে টাইগার অধিনায়কের ক্যাচ বানান শরিফুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান। ক্রিজে মিচেল স্টার্কের (৫ রান) সাথে আছেন অলরাউন্ডার অ্যান্ড্রু টাই।

এর আগে নিজের কোটার শেষ ওভারে এসে ‘ভয়ংকর’ হয়ে ওঠা জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান। ৫৭ রানের জুটিতে মোয়েসেস হেনরিকসকে ফেরানোর পরে তার সঙ্গি মার্শও বেশি সময় থাকতে পারলেন না। শরিফুলের বলে নুরুল হাসানের ক্যাচ হওয়ার আগে জমা করেন প্রথম ম্যাচের মতো ৪৫ রান। অবশ্য আজ তিন বল কম খেলেছেন অন্যতম ফর্মে থাকা এই ব্যাটসম্যান।

শুরুতে টস হেরে ফিল্ডিয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাসের মূল্য আজও রেখেছেন মাহেদি হাসান। ইনিংসের শুরুতে বল করতে এসে দেন মাত্র ১ রান। পরের ওভারে হাত খুলতে যাওয়া অ্যালেক্স ক্যারিকে তুলে নেন মাহেদি। এর আগের ম্যাচেও ক্যারিকে আউট করেছিলেন টাইগার স্পিন অলরাউন্ডার।

প্রথম ম্যাচে নাসুম ঘূর্ণিতে আড়ালে ছিলেন মুস্তাফিজ। আজ ৬ষ্ঠ ওভারে এসেই মাত্র ৫ রান দিয়ে তুলে নেন জশ ফিলিপের উইকেট। ফিজের শর্ট লেন্থ বল না বুঝেই ব্যাট ঘুরিয়েছিলো জশ। ব্যাটে বলে না হওয়ায় সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানে বল। অজিরা হারায় তাদের দ্বিতীয় উইকেট। আর ফিফটি ছাড়ানো জুটি ভেঙে উইকেট তুলে নেন সাকিব।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা