সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের দণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় পাঁচজনকে দালালির অভিযোগ এনে বিভিন্ন মেয়াদে দণ্ড জরিমানা দেয়া হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি জানায়, রবিবার সকালে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান এবং নির্বাহী হাকিম নুরুল আমিনের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ’র দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার খোরশেদ গাজী, মাগুরা এলাকার মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার রুহুল আমিন, বেতলা এলাকার দেলওয়ার হোসেন এবং মুকুন্দপুর এলাকার হাফিজুল আলম রিপনকে আটক করা হয়।

আটক রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্যদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তারদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :