টঙ্গীতে যুবলীগ নেতার কারামুক্তির দাবিতে মানববন্ধন

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে থানা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মহর আলী মৃধার বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার এবং কারামুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়৷

মানববন্ধনে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম-খতিব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহর আলী মৃধা আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী। তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করতে একটি কুচক্রীমহল দীর্ঘদিন অপতৎপরতা চালাচ্ছে। এই কারণে জহির মার্কেট কসাইবাড়ি এলাকার একজন চিহ্নিত মামলাবাজ নারীকে দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করানো হয়েছে।

বক্তারা বলেন, যে নারী মামলাটি করেছেন তিনি এর আগেও টঙ্গীর বিভিন্ন এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। একাধিক বিয়ে করার পরও তিনি নিজেকে প্রত্যেকটি মামলায় অবিবাহিত হিসেবে দাবি করেন। ৪৮ নম্বর ওয়ার্ডবাসী এই মামলাবাজ নারীর হাত থেকে রেহায় চায়। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে যুবলীগ নেতা মহর আলী মৃধাকে মুক্তির দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাইতুর রহমান জামে মসজিদের খতিব মুফতি ওসমান গনি, শাহীনুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, হাজী মনির, ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. হাবিব, মো. হাসান মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা জসিম মাতবর, ইসরাফিল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন খান মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি হারুন, সাঈদ খোকন, শাহাদাৎ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা