পুনাকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২
অ- অ+

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

সভানেত্রী তার বক্তব্যে ভবিষ্যতে পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় পুনাকের গঠনতন্ত্র সংশোধন, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে পুনাকের কার্যক্রম বৃদ্ধি ও কর্মপরিধি ব্যাপক ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে দশটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

সভায় পুনাক সদস্যাগণ ছাড়াও পুনাকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিআইডির অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম উপস্থিত ছিলেন। এছাড়া, পুনাকের লিঁয়াজো অফিসার স্পেশাল ব্রাঞ্চের আ্যাডিশনাল ডিআইজি রখফার সুলতানা খানম সভায় উপস্থিত ছিলেন।

বিগত দিনে অনুষ্ঠিত পুনাকের বার্ষিক সাধারণ সভার মধ্যে এবারের সভায় ১২৭ জন সদস্যের মধ্যে সর্বাধিক ১০২ জন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৫সেসেপ্টম্বর/এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা