টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় বাইডেন-মোদি-বারাদার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩
অ- অ+
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন টাইমের বিবেচনায় যে ২০ জন নেতা-নেত্রী চলতি বছরে বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন সেই তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকাতেই রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এমনকি তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদরও আছেন এই তালিকায়।

‘পায়োনিয়ারস’ বিভাগের ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সবমিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশ করেছে এই মার্কিন সাময়িকী। বুধবার এই প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় যুক্তরাজ্যের ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান জায়গা পেয়েছেন।

ম্যাগাজিনে নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা হয়েছে, ‘স্বাধীনতার পরে ৭৪ বছরে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পরে নরেন্দ্র মোদি ভারতের তৃতীয় প্রভাবশালী প্রধানমন্ত্রী।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লেখা হয়েছে, ‘পরনে সাদা শাড়ি ও পায়ে হাওয়াই চটি তাঁর নিজস্বতা। এই পোশাকেই ভারতীয় রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন নির্ভীকতার চিহ্ন। বিজেপির অর্থ ও লোকবলকে পরাস্থ করে মমতা ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখলেন। ভারতের অন্য নারী নেত্রীদের সঙ্গে মমতার পার্থক্য হলো- তিনি কখনও কারও স্ত্রী, মা, কন্যা বা সাথী হিসেবে পরিচিতির সুবিধাটি পাননি। মমতার বিষয়ে বলা হয়- তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনি নিজেই সেই দল। নরেন্দ্র মোদিকে প্রতিহত করতে জাতীয় স্তরে কোনও জোট যদি গড়ে ওঠে, সেখানে অবশ্যই মুখ্য ভূমিকা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।’

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা