টিকা না নিয়ে জাতিসংঘ অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬
অ- অ+
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। এদিন সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ভাষণ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। কিন্তু করোনা মোকাবেলায় সারাবিশ্ব যখন টিকার উপর ব্যাপকভাবে নির্ভর করছে সেই সময় টিকা না নিয়ে এমন বৈশ্বিক একটি ইভেন্টে হাজির হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সূত্র: সিএনএন।

সাধারণত করোনার এই মহামারির সময়ে যে কাউকে টিকা নিয়েই অধিবেশনে সশরীরে অংশ নেয়ার কথা। কিন্তু কাউকে প্রমাণ দেখাতে হবে না। সম্প্রতি জাইর বোলসোনারো ঘোষণা করেছিলেন যে, ‘আমার করোনার টিকা নেয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে আমার শরীরে কোভিড-১৯ ইমিউনিটি তৈরি হয়েছে।’

নিজে টিকা না নিলেও করোনা মোকাবেলার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ভাষণে তিনি বলেন, ‘২০২০ সালে আশ্চর্যজনকভাবে করোনা সবাইকে আক্রমণ করেছে। আমি সবসময় করোনা মোকাবেলার পক্ষে কথা বলেছি। এসই সাথে বেকার সমস্যা সমাধানেও আমাদের গুরুত্ব দিতে হবে। লকডাউনের কারণে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। ২০২০ সালে ব্রাজিলে লকডাউনে যাদের আয় বন্ধ হয়ে গিয়েছিল এমন ৬৮ মিলিয়ন মানুষকে সহায়তা দিতে আমরা ৮০০ ইউএস ডলার মঞ্জুর করেছিলাম।’

তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিন কার্যক্রমকে সমর্থন করি। যদিও আমাদের প্রশাসন ভ্যাকসিন অথা হেলথ পাসপোর্টকে সমর্থন করিনি।’

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা