দিল্লীকে ১৩৫ রানের টার্গেট দিল হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৩৪ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে জিততে হলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দিল্লী ক্যাপিটালসকে করতে হবে মাত্র ১৩৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এনরিখ নর্টজের করা প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্যরানে সাজঘরে ফেরেন হায়দরাবাদের ওপনার ডেভিড ওয়ার্নার। এরপর কিছুক্ষণ ক্রিজে অবস্থান করে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ঋদ্দিমান সাহা। দলীয় অধিনায়ক উইলিয়ামসনও আউট হওয়ার আগে ১৮ রান করেন।

এরপর একের পর এক ব্যাটসম্যান ক্রিজে এসেছেন ঠিকই কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। এর মাঝেই ২৮ রান করেন সামাদ, ২২ রান রশিদ খান, ১৭ রান মানিশ পান্ডে এবং ১০ রান করেন জেসন জোল্ডার।

এদিকে দিল্লী ক্যাপিটালসের পক্ষে সর্বোচ্চ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন ক্যাগিসো রাবাদা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন এনরিখ নর্টজে এবং অক্ষর প্যাটেল।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা