ঋতুপর্ণার মন খারাপ, জানুন কারণ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০১
অ- অ+

টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর মন খারাপ। কেন খারাপ, সে কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। অভিনেত্রীর শ্বশুরবাড়ি কলকাতার লেক গার্ডেন্সে। বৃষ্টির পানিতে সে বাড়ির চারপাশে পানি জমে গেছে।

পানিতে ঘেরা সেই বাড়ির একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন তার উদ্বেগ ও মন খারাপের কথা। কলকাতার কিছু কিছু অংশ প্রতি বছর‌ই জলাবদ্ধতার সমস্যায় পড়ে। লেক গার্ডেন্স তেমন‌ই একটি জায়গা।

ঋতুপর্ণা জানান, ‘‘বিয়ের পর থেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি আমি। বৃষ্টি অনেক ভালোবাসি, তবে একটু বেশি বৃষ্টি হলেই পানি জমে যায়। এখন ওই বাড়িতে অসুস্থ শাশুড়ি থাকেন। কলকাতার বাইরে বেশি সময় থাকি। শাশুড়ির জন্য খুব চিন্তা হয়। কিন্তু কী করব, বুঝতে পারি না।’

এ বছর অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। ফলে পানি জমেছে কলকাতার অনেক অংশে। ঋতুপর্ণা জানান, ‘আমার অফিসের ক্ষতি হয়েছে। গাড়িও খারাপ হয়েছে।’

তার আক্ষেপ, ‘কোনো প্রতিকার হচ্ছে না এত দিনেও। কিছু কাজ হলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। আমাদের বাড়ি প্রতি বর্ষায় জমা পানিতে ক্ষয়ে যাচ্ছে। ওখানে ভালো ও বড় কিছু করার পরিকল্পনা থাকলেও করা যাচ্ছে না পানির জন্য।’

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা