পুলিশ পরিচয়ে ‘চাঁদাবাজি’, গণপিটুনিতে একজন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫
অ- অ+

যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে রবিউল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রবিউল চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চুয়াডাঙা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের সালেকের ছেলে আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আমরা যশোর থেকে একটা ইজিবাইক কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম৷ চুড়ামনকাঠি তেলপাম্প পার হয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম নামে একজন পুলিশ পরিচয়ে ইজিবাইক থামাতে বলে৷ আমরা ইজিবাইক না থামিয়ে চালাতে থাকি৷ এসময় রবিউল দৌড়ে গাড়িতে উঠে এবং পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে৷

মালেক বলেন, ‘আমরা চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজন এসে ঘটনা শুনে রবিউলকে গনপিটুনি দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশসহ আমরা বিকাল সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে এনে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ থানায় নিয়ে যায়৷ থানায় রবিউল অসুস্থ হয়ে পড়লে সন্ধা সাড়ে ৬টার দিকে রবিউলকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়৷ ওই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘রবিউল একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। বিকালে চুড়ামনকাটিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে তার মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে রবিউল হার্টের রোগী ছিলেন।’

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন স্বপন বলেন, ‘রবিউলের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ৪টা ২০ মিনিটের দিকে পুলিশসহ হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷ পরে সন্ধা সাড়ে ৬টার দিকে পুলিশ আবারও রবিউলকে হাসপাতালে নিয়ে আসে৷ ওই সময় ইসিজি করে মত্যু নিশ্চিত করে মর্গে পাঠায়৷’

চিকিৎসক বলেন, ‘প্রথমে রবিউলের অবস্থা ভালো ছিল৷ তাই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ ধারনা করা হচ্ছে হার্ট এটাকে তার মত্যু হয়েছে৷ তবে মত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্ত করা হবে৷’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা