থাইল্যান্ডে ৭০ হাজার ঘরবাড়ি প্লাবিত, ব্যাংককে সতর্কতা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:১১
অ- অ+

থাইল্যান্ডে বন্যায় উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে ৭০ হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। এই ঘটনায় ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজধানী ব্যাংককে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। ব্যাংককের কিছু এলাকার সুরক্ষার জন্য থাই কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। খবর এএফপির।

থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দিয়ানমু সৃষ্ট বন্যার ফলে মধ্যাঞ্চলসহ ৩০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ উজানে বাঁধ খুলে দেওয়ার পর চাও ফ্রেয়া নদীর পানি বেড়েছে।

সৈন্যরা মঙ্গলবার ব্যাংকক থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পুরনো রাজকীয় রাজধানী আয়ুথায়াসহ প্রাচীন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও অন্যান্য স্থান রক্ষায় বাঁধ তৈরি করেছে এবং বালির ব্যাগ ফেলেছে বলে খবরে বলা হয়।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা