পাবনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ০১:০৫
অ- অ+

জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ মোল্লা ওই গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই একই গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে আফতাব মোল্লার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে তাদের কথা কাটাকাটি হয়।

এতে ক্ষুব্ধ আফতাব মোল্লা ধারালো অস্ত্র নিয়ে রশিদ মোল্লার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন আহত রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে রাখা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা