নতুন পরিচয়ে মারজান জেনিফা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৪:১০
অ- অ+

ঢালিউডের এই সময়ের প্রতিভাবান চিত্রনায়িকা মারজান জেনিফা। ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমা দিয়ে তার রুপালি পর্দায় অভিষেক হয়। সেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায় এবং অভিনয় দিয়ে সাড়া ফেলেন মারফান জেনিফাও।

তবে প্রথম সিনেমা মুক্তির পর সেটির প্রযোজক জুবায়েরকে বিয়ে করে চলচ্চিত্র থেকে দূরে সরে যান এই নায়িকা। মাঝে দীর্ঘ বিরতি। অভিনয় থেকে দূরে থাকলেও এবার ভক্তদের জন্য নিয়ে আসলেন নতুন এক সুখবর। জানালেন তার ছোটবেলার স্বপ্ন পূরণের কথা।

ঘটনা হলো, ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মারজান জেনিফা। চালু করলেন ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন’। শুক্রবার সীমিত পরিসরে জমকালো আয়োজনে সেটির উদ্বোধন হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, অভিনেতা হারুন রশিদ, অনুভব মাহবুব ও স্বামী জুবায়েরসহ অনেকে।

এ প্রসঙ্গে মারজান জেনিফা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একটি মেকওভার স্টুডিও দেব। সে সময় আমার রুমে একটা মেকওভার স্টুডিও ছিল। এরই মধ্যে মেকওভারের ওপর তিনটি কোর্স করে তিনটি সার্টিফিকেট অর্জন করেছি। আমি নিজে সাজতে পছন্দ করি এবং অন্যকে সাজাতে পছন্দ করি। যার জন্য এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমার সাজের ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে। ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন’ এর মাধ্যমে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এর জন্য আমার ব্যাংক লোন নিতে হয়েছে এবং এই স্বপ্নটি পূরণের জন্য আমার পছন্দের কিছু গহনা বিক্রি করেছি। আমি চেয়েছি কারও সহযোগিতা না নিয়ে নিজ প্রচেষ্টায় কিছু করব। এখানে আমার ভক্তদের জন্য ৫০% ছাড় থাকবে। সবার চাহিদা অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা থাকবে।’

এদিকে, খুব শিগগিরই প্রযোজক হিসেবে হাজির হবেন এই নায়িকা। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘মুসাফির টু’ নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি।

এ প্রসঙ্গে মারজান বলেন, ‘মুসাফির’ নির্মাণের সময়ই আমরা এই সিনেমার ‘মুসাফির টু’ নির্মাণের কথা জানাই। অনেক আগেই কাজ শুরুর পরিকল্পনা করেছিলাম। মাঝে করোনার কারণে আগাতে পারিনি। করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সিনেমাটির কাজ শুরু করব। আশা করছি, ২০২২ সালে সিনেমাটি আলোর মুখ দেখবে। মাঝের এই সময়টা নিজেকে প্রস্তুত করব।’

প্রসঙ্গত, ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভ ও মারজান জেনিফা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ। আগের সকল শিল্পীই থাকবেনন ‘মুসাফির টু’ সিনেমায়। ‘ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’সহ একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি।

ঢাকাটাইমস/০৯অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা