মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৩:০৭| আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪:৩১
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার পরিস্থিতি শান্ত করতে দ্রুত বিচার আইনে মামলায় নারীসহ চারজনকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। তারা হলেন- বারইপাড়া গ্রামের নাসির মিয়া, মিজানুর সর্দার, এনায়েত মিয়া ও মিনা বেগম।

এ ঘটনায় রবিবার রাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী খলিল সর্দারের স্ত্রী রাশিদা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, গত সোমবার বারইপাড়া গ্রামে খলিল সরদারের ছেলে রিফাত সরদারের সঙ্গে একই গ্রামের হুমায়ুন সরদারের ছেলে আবিদ সরদারের মধ্যে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় দুপক্ষের অভিভাবক ওই দিনই থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের লোকজনকে সংঘাত না করার জন্য অনুরোধ করেন।

কিন্তু রবিবার সকালে হুমায়ুন সরদারের পক্ষের প্রায় ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী খলিল সরদারের বাড়ির প্রাচীর ভেঙে প্রবেশ করে তিনটি টিনশেড ঘরে ব্যাপক ভাঙচুর করে।

এরপর হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে একতলা বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা সোহাগ সর্দার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এবিষয়ে প্রবাসী খলিল সর্দারের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘আমার স্বামী ও বড় ছেলে বিদেশে থাকে। বাড়িতে আমি ও আমার ছোট ছেলে থাকি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’

তবে অভিযোগ অস্বীকার করে হুমায়ুন সরদার বলেন, ‘কিছু দিন আগে আমাকে তারা মেরে আহত করেছিলো। ভাঙচুর ও লুটপাটের মতো কোনো ঘটনা ঘটেনি।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, ‘ভাঙচুরের খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা