‘শাহরুখ খানের ছেলে বলেই আরিয়ানকে নিশানা’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৫
অ- অ+

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে দুই সপ্তাহ ধরে জেলে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বুধবার ফের তার জামিন শুনানি। গ্রেপ্তারের পর ইতোমধ্যে দুই দফায় জামিনের আবেদন করেছেন আরিয়ানের আইনজীবী। প্রতিবারই আবেদন খারিজ হয়েছে।

খান পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা তথা অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা। তিনি মন্তব্য করেছেন, শাহরুখ খানের মতো একজন বড় তারকার ছেলে বলেই আরিয়ানকে নিশানা করা হয়েছে।

পাশাপাশি শত্রুঘ্নর আক্ষেপ, শাহরুখ খানের এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীরা তার পাশে এসে দাঁড়াচ্ছেন না। তার কথায়, ‘কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। ও বুঝে নিক। ইন্ডাস্ট্রিতে সবাই ভিতু।’

এর আগে শাহরুখপুত্রের সমর্থনে মুখ খোলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। লখিমপুরে কৃষকমৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি টুইট করেন, ‘চারজন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলো ২৩ বছরের এক যুবকের পেছনে পড়েছে। কারণটা সহজ, তার পদবি খান। বিজেপির ভোটব্যাংকের বিকৃত ইচ্ছাপূরণের জন্যই আরিয়ানদের নিশানা করা হচ্ছে।’

মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গত ২ অক্টোবর রাতে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি। বুধবার তার তৃতীয় দফার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা