প্রেমিকার মৃত্যুর পর আত্মহত্যা করতে গিয়ে পা ভাঙলেন প্রেমিক!

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১৭:০৮
অ- অ+

বগুড়ায় বিষপানে প্রেমিকার মৃত্যুর পর হাসপাতালের চারতলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছেন প্রেমিক। রবিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিষপানে মারা যাওয়া প্রেমিকা নাহিদা আক্তার (১৮) হাসপাতালের মর্গে এবং আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ প্রেমিক জাকারিয়া (২৭) ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন।

নাহিদা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে। বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার সানজিদা ছাত্রীনিবাসে থেকে বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করতেন। প্রেমিক জাকারিয়া কুষ্টিয়া সদর উপজেলার দহগ্রামের রুহুল আমিনের ছেলে।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, জাকারিয়ার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাকারিয়া এবং নাহিদার পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, একপর্যায়ে রবিবার সকালে জাকারিয়া কুষ্টিয়া থেকে বগুড়ায় আসেন নাহিদার সঙ্গে দেখা করতে। তারা একসঙ্গে ঘোরাফেরা করেন। এর ফাঁকে তাদের মাঝে কোনো বিষয় নিয়ে মানঅভিমান দেখা দেয়। একপর্যায়ে নাহিদা বিষাক্ত কিছু খেয়ে ফেললে দুপুর দেড়টায় জাকারিয়া তাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এসআই শামিম হোসেন বলেন, পরে সন্ধ্যায় নাহিদার মৃত্যু হলে জাকারিয়া আত্মহত্যার উদ্দেশ্যে হাসপাতালের চার তলা থেকে লাফিয়ে পড়ে। কিন্তু চার তলা থেকে নিচে না পড়ে গিয়ে তিনি দোতলায় এসে পড়েন। এ সময় তার পা ভেঙে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নাহিদার লাশ মর্গে আছে। কী কারণে নাহিদার বিষপান করেছেন সেটি এখনও জানা যায়নি। আরও বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর নিচ্ছি।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা