শ্রীপুরে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৬:৩০| আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:৫৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় রিফাত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত সোয়া তিনটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাতের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধর্ষণের ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নির্ণয় করে রবিবার রাতে রিফাতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত অন্যরা হলেন উপজেলার ফরিদপুর গ্রামের শান্ত ও একই এলাকার নাঈম।

এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় শিশুশিক্ষা স্কুলের পেছনে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। স্থানীয় হংকং সাংহাই মানজালা ফ্যাক্টরিতে হেলপার পদে কাজ করতেন ভুক্তভোগী।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা