পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মির্জাপুরের উজ্জ্বল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ২০:৪৭
অ- অ+

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের সাবেক সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল। শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে ভোট অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের ২১৩ জন সমবায়ী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল ছাড়াও সভাপতি পদে আরও তিনজন এবং ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১০ জন পরিচালকের মধ্যে দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক সভাপতি ও মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.) টাঙ্গাইলের প্রতিনিধি। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হলিদ্রাচালা গ্রামের বাসিন্দা।

খন্দকার উজ্জ্বল বলেন, সমবায়ীদের স্বার্থ রক্ষার সংগ্রাম করে তিনি তৃণমূল থেকে উঠে এসেছেন। দীর্ঘ ছয় বছর চার মাস বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সংগঠনের সভাপতির মৃত্যু হলে করোনার সময়ে রাষ্ট্রপতির আদেশে মাত্র আট মাস তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। এই করোনার সময়েও সারাদেশের সমবায়ীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তিনি একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন।

তিনি বলেন, ২৯ অক্টোবর নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে সারাদেশের সমবায়ীদের স্বার্থ রক্ষায় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন। কারণ তিনি বিশ্বাস করেন, সমবায় শক্তি সমবায় মুক্তি। তাই সমবায়ীদের সর্যাদা বৃদ্ধির মাধ্যমেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সহজ হবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা