তীব্র যানজটে নাকাল গোপালগঞ্জ শহরবাসী

শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৩:২১| আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩:৩৭
অ- অ+

তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জ শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমনে যানজট যেন শহরের নিত্যদিনের চিত্র।

শহরের প্রধান সড়কটি প্রশস্ত না করা ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলে এই যানজটের সৃষ্টি হয় বলে মনে করেন গোপালগঞ্জের সচেতন মহল।

গোপালগঞ্জ শহরের একমাত্র রাস্তা বঙ্গবন্ধু সড়ক। প্রতিনিয়ত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যানবাহন চলে এই সড়কে। সেই সঙ্গে পাল্লা দিয়ে রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মাহেন্দ্রসহ বিভিন্ন অনিয়ন্ত্রিত যানবাহনের আনাগোনা। ট্রাফিক আইন মানে না এ সকল যানবাহন। ফলে গোপালগঞ্জ এখন পরিণত হয়েছে যানজটের শহরে।

সকাল থেকে রাত পর্যন্ত লেগেই থাকে যানজট। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে শহরের ব্যবসায়ী, অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অপ্রশস্তের কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকেও আটকা পড়তে হয় যানজটের কবলে। ট্রাফিক আইন না মেনে বিভিন্ন যানবাহন যেখানে সেখানে পার্কিং করে যাত্রী ওঠানো নামানো হয়। ফলে একপ্রকার ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের। এতে থাকে দুর্ঘটনার আশঙ্কা।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘সড়কের টেন্ডার আহ্বান করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ হলেই সড়ক প্রশস্তের কাজ শুরু হবে।’

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ‘পুলিশের একার পক্ষে এই যানজট নিরসন করা সম্ভব নয়। সমন্বয় করে এই যানজট নিরসন করতে হবে।’

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘যানজটের মুল কারণ হচ্ছে রাস্তা প্রশস্ত না করা। অবৈধ পার্কিংয়ের কারণে সকাল থেকেই এই যানজট সৃষ্টি হয়। সড়ক প্রশস্ত হলে সমস্যা কিছুটা হলেও কমবে।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা