ক্ষমা চাইলেন ডি কক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৬:৪৮
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ না করে ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ওপেনার কুইন্টন ডি কক। অবশেষে নিজে মুখ খুললেন তিনি, চাইলেন ক্ষমাও। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে খেলতে আর বাধা থাকলো না তার।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতি দিয়েছেন ডি কক। যেখানে এই বাঁহাতি ব্যাটারের মন্তব্য, ‘সতীর্থ ও দেশে থাকা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শুরু করতে চাই। আমি কখনোই এটাকে কুইন্টন ইস্যু বানাতে চাইনি। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব আমি জানি এবং খেলোয়াড় হিসেবে উদাহরণ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, সে সম্পর্কেও আমি অবগত।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে যখন আমাকে ওভাবে একটা জিনিস করতে বলা হলো, আমার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গত রাতে বোর্ডের সঙ্গে সবশেষ যে আবেগী আলাপ হলো, এখন তাদের উদ্দেশ্যটাও আমি আরেকটু ভালোভাবে বুঝতে পেরেছি। এটা আরও আগে করলেই ভালো হতো, তাহলেই ম্যাচের দিনের ঘটনাটা এড়ানো যেত।’

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রত্যেককে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বিশেষত টেম্বা বাভুমা; ভক্তরা হয়তো তার সম্পর্কে ভালোমতো জানে না। সে অধিনায়ক হিসেবে আসলেই অন্যরকম। দক্ষিণ আফ্রিকা দলের খেলার মতো ভালো আমার আর কিছু লাগতে পারে না।’

সিএসএ ডি ককের এই বক্তব্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে এবং তিনিও পরের ম্যাচ থেকে হাঁটু গেড়ে বসতে রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বোর্ড বলছে, ‘বর্ণবাদের বিরুদ্ধে একাত্মতা একটি নৈতিক ব্যাপার, কোনো রাজনৈতিক বিষয় নয়।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা