দুর্নীতিবাজ জনপ্রতিনিধি সিংড়ায় দরকার নাই: পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২১, ১৬:৩৫
অ- অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতিহিংসা-সহিংসতা দেখতে চাই না। আজকের বর্ধিত সভার অঙ্গিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন, ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করতে হবে।

সোমবার দুপুরে আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান। এজন্য কর্মীবান্ধব নেতা ও সৎ-সাহসী, বিনয়ী জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। বয়স্কভাতা ও চাকরির নামে ঘুষ চায় এমন জনপ্রতিনিধি সিংড়ার রাজনীতিতে দরকার নেই।

যারা কর্মীদের দুঃসময় পাশে থাকেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, আন্দোলন সংগ্রামে সাহসিকতার সঙ্গে সামনের কাতারে দাঁড়ান, তারাই আগামী দিনের মনোনয়ন ও নেতৃত্বে আসবেন বলে পলকের প্রত্যাশা।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
পাকিস্তান পৌঁছেছে ১০ জনের বাংলাদেশ দল, বাকিরা যাবেন কবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা