হাসান আলীর সফলতার নেপথ্যে বিপিএল!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২১, ১৮:৩১
অ- অ+

কদিন আগেও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন পাকিস্তানের অন্যতম পেসার হাসান আলী। জানিয়েছিলেন পাকিস্তানিদের জন্য ভালো কিছু উপহার দিতে নিজেকে আরো শক্তিশালী করে তুলবেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের ক্ষত শুকাতে না শুকাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করলেন এই পেসার। হলেন ম্যাচ সেরাও।

ম্যাচের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে হাসান খোলাশা করলেন মিরপুরের স্লো পিচেও দুর্দান্ত থাকার পেছনের কারণ। জানালেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতাই টাইগারদের বিপক্ষে কাজে লাগিয়েছেন তিনি। ২২ রান খরচে তুলে নিয়েছেন তিন বাংলাদেশি ব্যাটারকেও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলা এই পাকিস্তানি ডান হাতি পেসার বলেন, ‘আমি এখানে বিপিএল খেলেছি এবং আমি জানি এটা সাধারণত স্লো পিচ। তাই আমি স্টাম্প টু স্টাম্প বল করেছি এবং উইকেট পেয়েছি।’

ম্যাচে ম্যাচ সেরা হয়েও দারুণ খুশি হাসান আলী। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তার বাজে পারফর্ম করার বিষয়টিও টেনে এনেছেন তার কথায়। তিনি বলেন, ‘ প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। এটা আমার জন্য অনেক খুশির একটি মুহূর্ত। বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভালো ছিল না। তবে আপনার ক্যারিয়ারে উত্থান-পতন আছে।’

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা