‘সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়েও দৃশ্যমান’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২১, ১৯:০৫
অ- অ+

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এমন কোন স্থান নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রতিটি ইউনিয়ন পর্যায়েও উন্নয়ন এখন দৃশ্যমান’ এমন মন্তব্য করছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়।

শনিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্জয় আরও বলেন, এ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা মার্কা উন্নয়নের মার্কা।

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন তার সাথে থেকেই তাকে বিজয়ী করতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কাজী এনায়েত হোসেন টিপু, আমিরুল ইসলাম মট্টু, দপ্তর সম্পাদক এহতেসাম খান ভুনু, মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান খানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা