বাউফলে ডাকাত সর্দার গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১২:৩২| আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২:৩৫
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ মো. ইসমাইল গাজী নামে এক আন্তজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর ৬টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল গাজীর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ইসমাইল গাজী একজন আন্তজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া বাউফল থানা ও পটুয়াখালী আদালতে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদে রবিবার ভোরে উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইসমাইল গাজীর নিজ বাড়ি কেশবপুরে অভিযান চালায়। এসময় তার বসত ঘর থেকে ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি অনেক বছর ধরে ডাকাতি করছেন। ইসমাইল গাজী এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও ওই প্রভাবশালীদের সহায়তায় জেল থেকে বের হয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা