ফরিদপুরে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৭:৩৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ দুই পক্ষ পৃথকভাবে পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, সাবেক অর্থ সম্পাদক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

অপর দিকে একই দাবিতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে দুপুর ১২টার দিকে একইস্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন সাবেক যুবদল নেতা একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ প্রমুখ।

বক্তারা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। তারা বিএনপি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেয়ারও জোর দাবি জানান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :