সামান্থার আগে নাগার মনজুড়ে ছিলেন আরেক জনপ্রিয় নায়িকা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৬:১০
অ- অ+

২০১৭ সালে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা প্রভুকে বিয়ে করেন একই ইন্ডাস্ট্রির নায়ক নাগা চৈতন্য। চলতি বছরের অক্টোবর মাসে তাদের বিচ্ছেদও হয়ে গেছে। ভালোবেসে বিয়ে করেছিলেন এ জুটি।

কিন্তু জানেন কি, সামান্থাই নাগার প্রথম প্রেম ছিলেন না। এর আগে আরেক নারীর সঙ্গে প্রেম করতেন বিখ্যাত অভিনেতা নাগার্জুন-পুত্র নাগা। তিনি আর কেউ নন, আরেক বিখ্যাত অভিনেতা কমল হাসানের বড় মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান।

সামান্থার সঙ্গে বিয়ের আগে শ্রুতিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০১৩ সাল থেকে প্রেম করতেন নাগা এবং শ্রুতি। তারা বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু টেকেনি সে সম্পর্ক। হয়নি বিয়েও।

এদিকে, শ্রুতির সঙ্গে সম্পর্ক ভেঙে যাকে বিয়ে করেছিলেন, সেই সামান্থার সঙ্গেও চার বছরের দাম্পত্যে ছেদ পড়েছে নাগার।

সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল তারকা দম্পতির মধ্যে। তাছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা