ফরিদপুরের জগদ্বন্ধু আশ্রম শ্রীঅঙ্গনের নতুন কমিটি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৪৯
অ- অ+

ফরিদপুরের শহরের জগদ্বন্ধু আশ্রম শ্রীধাম শ্রীঅঙ্গনে হিন্দু ধর্মের মহানাম সম্প্রদায়ের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানাম সম্প্রদায়ের তৃতীয় গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন হয়। এছাড়াও এই সাধারণ সভায় ১৩ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই সাধারণ সভা চলে দিনব্যাপী।

মহানাম সম্প্রদায় সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাশক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নেপাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক চন্দ্র রায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যশোদা জীবন, দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য সাধারণ সম্পাদক অলোক সেন প্রমুখ।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত সাধারণ সভায় নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহানাম সম্প্রদায়ের গঠনতন্ত্র সংশোধনের বিষয় প্রস্তাব উপস্থাপন করে। বিষয়টি নিয়ে সাধারণ সদস্যের মধ্যে বিস্তর আলোচনার পর তা কণ্ঠভোটে অনুমোদন দেয়া হয়।

এছাড়াও এ সভায় আগামী দিনের জন্য ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কান্তি বন্ধু ব্রহ্মচারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা