নাটকে ব্যস্ত তানিন সুবহা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ২০:১৫
অ- অ+

সম্প্রতি 'গায়েবি বউ' নামে একটি নাটকের কাজ শেষ করলেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত। তানিন ছাড়া এতে আরো অভিনয় করেছেন- হৃদয় রাজ জয়, ম. আ সালাম, সাবিহা জামান, মালতী, মিকাইল আহমেদ ও শাওন আশরাফ। এটি রচনা করেছেন আলী হায়দার। আর এটি পরিচালনা করছেন জেসমিন আক্তার নদী। মধুমতি মডেল টাউনের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন সিডি প্লাস।

এ প্রসঙ্গে তানিন সুবহা জানান, নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা। নাটকে কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্রটি গুরুত্বপূর্ণ কিনা সেটাই আসলে আমার কাছে বিশেষভাবে দেখার বিষয়। এ নাটকেও আমাকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। সায়মন ভাই ও নদী ভাবির কাজে অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। তারা বেশ মনোযোগ দিয়ে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।

তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সামনে তার ৪টি সিনেমার কাজের কথা হয়েছে। কনফার্ম হলে সবাইকে জানানো হবে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা