টিকার প্রথম ডোজ পেয়েছে ৭ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ০০:৫৫| আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:০১
অ- অ+

সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ হাজার ৪৯৬ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, রবিবার ২২ হাজার ৯৮২ জন পুরুষ ও ২৩ হাজার ৩৯৬ জন শিক্ষার্থীসহ ৪৬ হাজার ৩৭৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯০ জন। এদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ৪৮ জন।

এ নিয়ে এ পর্যন্ত ৭ লাখ ৮৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১ হাজার ৪৯৬ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ রবিবার সারাদেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ২২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৭০ জনকে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৮ হাজার ২৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা