টিকার প্রথম ডোজ পেয়েছে ৭ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী

সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ হাজার ৪৯৬ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, রবিবার ২২ হাজার ৯৮২ জন পুরুষ ও ২৩ হাজার ৩৯৬ জন শিক্ষার্থীসহ ৪৬ হাজার ৩৭৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯০ জন। এদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ৪৮ জন।
এ নিয়ে এ পর্যন্ত ৭ লাখ ৮৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১ হাজার ৪৯৬ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীসহ রবিবার সারাদেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ২২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৭০ জনকে।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৮ হাজার ২৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি: ছিনতাই থামছে না, দায় কার?

ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে শিক্ষায়

এবারও প্রাথমিকে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ অব্যাহত থাকছে

ইবিতে বিবস্ত্র করে ছাত্রী নির্যাতন: আত্মপক্ষ সমর্থনে সুযোগ পেলেন অভিযুক্তরা

ঢাবিতে আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী পালিত

চবিতে হোটেলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ, প্রক্টর পুলিশসহ আহত ৮

মায়ের অনুপ্রেরণায় ঢাবি শিক্ষক হলেন মাসুদ রানা
