চ্যাম্পিয়নস ট্রফি হকির প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ০৯:০৬| আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৯:১০
অ- অ+

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির আসন্ন আসরকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ২৮ সদস্যের ১৯ জনেরই রয়েছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। তেমনি রয়েছেন কয়েকজন তরুণ খেলোয়াড়ও।

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরটির রবিবার এ দল ঘোষণা করা হয়। আগামী ৩০ নভেম্বর থেকে বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। সপ্তাহখানেক অনুশীলনের পর দলও ছোট করা হবে বলে জানা গেছে।

এশিয়ার শীর্ষ পাঁচ দেশ— ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আর র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ খেলবে স্বাগতিক দেশ হিসেবে। আসরে লাল-সবুজ জার্সিধারীদের কোচ হিসেবে রয়েছেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি।

গত বছর সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল ছয় জাতির মর্যাদাপূর্ণ এই আসর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটার সূচি কয়েক ধাপ পিছিয়ে যায়। নতুন সূচিতে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। রাউন্ড রবিন পদ্ধতিতে আসরটি অনুষ্ঠিত হবে। এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে সফল দল পাকিস্তান ও ভারত। উভয় দলই দুবার করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

বাংলাদেশের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, হাসান জুবায়ের নিলয়, প্রিন্স লাল সামান্ত, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল ইসলাম, পুষ্কর খীসা মিমো ও রাজিব দাস।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
হাসান-শরিফুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
চবির জুলাই শহীদ হৃদয়ের মার্কশিটে যা লেখা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা