বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোস্কি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২১, ১০:০৩
অ- অ+

ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে পেরে না উঠলেও বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কারটি ঠিকই নিজের ঘরে তুললেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি। ব্যালন ডি’অরের পুরস্কার জয়ীর নাম ঘোষণার আগে সেরা স্ট্রাইকারের পুরস্কারটি তার হাতে তুলে দেয়া হয়।

করোনা মহামারির কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি’অরের পুরস্কার। দেওয়া হলে হয়তো সেটা উঠতো রবার্তো লেভানডোস্কির ঘরেই। এবারও লিওনেল মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন তিনি। কিন্তু ব্যালন ডি’ অরের পুরস্কার জেতা হয়নি। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার লেভানডোস্কির গত মৌসুমটাও দুর্দান্ত কেটেছে। বুনন্দেসলিগায় মোট ৪১টি গোল করে তিনিই ছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ভেঙেছেন গার্ড মুলারের ৪৯ বছরের রেকর্ড। জার্মান লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি।

এছাড়া ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার তার জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল ৯টি গোল করেছেন। এর মধ্যে তিনটি গোলই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

(ঢাকাটাইমস,৩০নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা