পরমাণু নিয়ে ইরানের প্রস্তাব ‘অত্যন্ত কঠিন’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:০৪
অ- অ+

ইরানের পক্ষ থেকে দেয়া দুইটি খসড়া প্রস্তাব সম্পর্কে তিন ইউরোপীয় দেশের কূটনীতিকরা নয়া দাবি উত্থাপন করেছেন ভিয়েনা বৈঠকে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দাবি করেন, ইরানের প্রস্তাবগুলো ‘অত্যন্ত কঠিন’। খবর পার্স টুডে’র।

সংলাপে ইরান পাঁচ জাতিগোষ্ঠীর কাছে দুইটি খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে বলে এর আগে খবর দিয়েছিলেন ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি।

তিনি বলেন, এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বুধবার রাতে ওই খসড়া হস্তান্তরের পর গত দুইদিন এসবের বিষয়বস্তু নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

তিন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা দাবি করেছেন, এবারের আলোচনায় ইরানি প্রতিনিধিদলের কঠোর অবস্থানে তারা হতাশ ও উদ্বিগ্ন হয়েছেন। ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরা দাবি করেছেন, এর আগের ছয় দফা আলোচনায় যে অগ্রগতি হয়েছিল ইরান তা থেকে পিছিয়ে গেছে। এর আগে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুক্রবার ভিয়েনায় শেষ হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি দেশের প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শলাপরামর্শ করার জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরা বলেছেন, আগামী বুধ অথবা বৃহস্পতিবার আবার সব দেশের প্রতিনিধিরা আরো আলোচনার জন্য ভিয়েনায় ফিরে আসবেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা