নতুন বউ রেখে না ফেরার দেশে প্রবাসী যুবক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:০১| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:০৬
অ- অ+

হাতের মেহেদী রঙ না শুকাতেই ঘরে নতুন বউ রেখে না ফেরার দেশে চলে গেলেন প্রবাসী ইসমাইল হোসেন বালী (২৯)। রাঙ্গুনিয়া উপজেলা উত্তর পারুয়ার দক্ষিণ পাড়ার ২ নম্বর ওয়ার্ডের আনু মিয়া হাজীর বাড়ির মৃত মুহাম্মদ মুন্সি মিয়ার ছেলে তিনি।

কাতার প্রবাসী ইসমাইল দুমাস আগে দেশে ফেরেন। ১৯ দিন আগে পরিবারের লোকজন তাকে উপজেলার মরিয়নগর নগর থেকে বিয়ে করান। মাত্র ১৯ দিনের সংসার করেই চির নিদ্রায় শায়িত হয়েছেন প্রবাসী ইসমাইল। এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউই।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে ইসমাইল ঘরের বাইরে এসে ভয় পেয়ে ঘরে ঢুকে হাঁপাতে থাকে। একপর্যায়ে তিনি জ্ঞানশূন্য হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার।

বুধবার সকাল ১১টায় উত্তর পারুয়ার দক্ষিন পাড়া জামে মসজিদ মাঠে প্রবাসী ইসমাইল হোসেন বালীর জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা