টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৮ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:০৪
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ৮ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করে ওই আট নেতাকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালিদ হোসেন জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুষেন সেন, উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিংকু বাইন, আওয়ামী লীগ নেতা অরুন কুমার বাইন ও কদর আলী শেখ।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তেরভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
নোয়াখালীতে খালের উপরের শতাধিক অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা