স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় ইব্রাহিম মিয়া (২২) নামে এক স্বামী আত্মহত্যা করেছেন। বুধবার মধ্যরাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠিয়েছে।

নিহত ইব্রাহিম মিয়া পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ইব্রাহিম।

তালাকপ্রাপ্ত বউয়ের সঙ্গে রাগ করে এই ঘটনা ঘটিয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

পুলিশ সুত্রে জানা যায়, ইব্রাহিম গত ৫ বছর আগে কোকিলা বেগম নামে এক মেয়েকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। গত চার মাস আগে ঝগড়া করে কোকিলা বেগম তার স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। এরপর অনেক চেষ্টা করেও বউকে বাড়িতে আনতে না পেরে রাতে তিনি আত্মহত্যা করেন।

নিহতের মা জানান, গত চার মাস আগে আমার ছেলের বউ তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। গত রাতে খাওয়া-দাওয়ার পর সে তার রুমে চলে যায়। সকালে ডাকাডাকি করলে সে ঘরের দরজা খুলছিল না। পরে দরজা ভেঙ্গে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা