ধরা পড়ল দুই রাজমিস্ত্রীর সঙ্গে পালানো দুই জা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২১, ১৫:২৫
অ- অ+

রহস্যের কিনারা আগেই করেছিল। এবার কলকাতার বালির নিখোঁজ দুই গৃহবধূর নাগাল পেল পুলিশ। বুধবার ভোরে আসানসোল স্টেশন থেকে সন্তান ও প্রেমিকসহ দুই গৃহবধূকে আটক করা হল। তারা সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে তাদের বালিতে নিজ বাড়িতে ফিরিয়েও আনা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে শীতের পোশাক কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বালির নিশ্চিন্দার বাসিন্দা অনন্যা কর্মকার, তার জা রিয়া কর্মকার এবং রিয়ার সাত বছরের ছেলে আয়ুশ কর্মকার। এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের। পরে কর্মকার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। ঘটনার তদন্তে নামে পুলিশ।

গত সোমবার নিখোঁজ দুই গৃহবধূর অবস্থানের ব্যাপারে জানতে পারে পুলিশ। জানা যায়, সাত বছরের আয়ুশকে নিয়ে দুই রাজমিস্ত্রীর সঙ্গে পালিয়েছেন অনন্যা এবং রিয়া। পুলিশ জানায়, মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে কর্মকার পরিবারে রাজমিস্ত্রীর কাজ করতে এসেছিলেন সুভাষ এবং শেখর।

কাজ করতে করতে তাদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই দুই বধূর। মোবাইল ফোন না থাকায় রাজমিস্ত্রী সুভাষ তাদের ফোনও কিনে দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। সেই ফোনেই চলত তাদের প্রেমালাপ।

পুলিশ জানায়, দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুম্বাই পালিয়েছেন তারা। কিন্তু হাতে পর্যাপ্ত টাকা না থাকায় সেখানে গিয়ে অর্থকষ্টের মধ্যে পড়েন। পুলিশের কাছে খবর ছিল মুম্বাই থেকে কলকাতায় ফিরছেন তারা। সেই মতো পুলিশ অপেক্ষা করছিল আসানসোল স্টেশনে। বুধবার ভোরে দুই বধূ এবং প্রেমিকরা ট্রেন থেকে নামতেই তাদের আটক করে নিশ্চিন্দা থানার পুলিশ।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি 
বর্ষাকালে সুস্থ ও ফিট থাকার ১৩ উপায়
গোপালগঞ্জে আজ দ্বিতীয় দিনে তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ
বাংলাদেশে প্রথম বারের মতো BEAR সম্মেলন ও সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অনুষ্ঠিত, ডিপ-টেক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা