চট্টগ্রামে আরও ২৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৭
অ- অ+

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৯৬ জনের শরীরে করোনা ধরা পড়ে। পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। শনাক্তদের মধ্যে ২৬৩ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে নয়জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ চার হাজার ১৮৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৫ জনে।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা