তানোরে নারীসহ চার মাদক কারবারি আটক

রাজশাহীর তানোরে হিরোইন-ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। সোমাবার দুপুরে আটককৃত চারজনকে তানোর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার তানোর মধ্যপাড়া গ্রামের আকরাম হোসেন, উপজেলার তানোর মধ্যপাড়ার নিলুফা ইয়াসমিন, তানোর পৌর এলাকার তাতিয়ালপাড়া মহল্লার বাপ্পী কুমার দাস ও তানোর গোল্লাপাড়া বাজার এলাকার জাহাঙ্গীর আলম।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব-৫ অভিযান চালিয়ে হিরোইন-ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক নারী মাদক কারবারিসহ চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক কারবারির কাজে ব্যবহৃত তিনটি বাটন মোবাইল সেট এবং চারটি সীম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন