সিদ্ধার্থ আর কিয়ারার মধ্যে কি আসলেই প্রেম?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:০৫
অ- অ+

গত বছরের আগস্টে বলিউড সিনেমা ‘শেরশাহ’। এর প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। তারপর থেকেই গুঞ্জন, প্রেম করছেন সিদ্ধার্থ আর কিয়ারা। কিন্তু এতদিন এ নিয়ে একেবারেই মুখে কুলুপ এটে ছিলেন দুই তারকাই। অবশেষে জানা গেল সত্যিটা।

গত রবিবার ছিল সিদ্ধার্থের ৩৭তম জন্মদিন। প্রেমিকের বিশেষ এ দিনে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন কিয়ারা। অন্যদের মতো তিনিও সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিন্তু সেই বার্তাটা অন্যদের মতো সাধারণ ছিল না। তাতেই পরিষ্কার হয়ে যায় সবটা।

এদিন প্রেমিককে উদ্দেশ্য করে নায়িকা লেখেন, ‘সবচেয়ে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা’। তার উত্তরে সিদ্ধার্থ লেখেন,‘ধন্যবাদ কি’।

ব্যস, দুজনের পাল্টাপাল্টি এই বার্তা থেকেই সবার দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝে নিতে কষ্ট হয়নি যে, ‘কুছ কুছ হোতা হ্যায়’। তাই, জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে তাদের লাভ লাইফ নিয়েই শুভকামনা জানানো শুরু করেন।

এছাড়া, সিদ্ধার্থ আর কিয়ারার মধ্যে যে একটা সম্পর্ক আছে, তার ইঙ্গিত দুই তারকা নতুন বছরের শুরুতেও দিয়েছিলেন। বছরের শুরুটা একসঙ্গে করেছিলেন তারা। এদিন একসঙ্গে এয়ারপোর্টে দেখা যায় তাদের। গুঞ্জন রয়েছে, তারা জঙ্গল সাফারিতে ঘুরতে গিয়েছিলেন।

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা