মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১০:২৪
অ- অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের একজন করোনায় আক্রান্ত ছিলেন ও অপর দুজনের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদরের এনামুল হক (৩৮) ও জামালপুর সদরের দুলাল উদ্দিন (৮০)। তিনজনের মধ্যে রাবেয়া খাতুন করোনা পজিটিভ ছিলেন।

মহিউদ্দিন খান জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৩২ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা