সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২:৫০ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১২:০২

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএমএমইউর জনসংযোগ সূত্র।

জানা গেছে, করোনার পরীক্ষায় পজিটিভ হয়ে গত মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজের স্ত্রী বিএসএমএমইউর ৬১১ নম্বর কেবিনে ভর্তি হন। এরই মাঝে বিচারপতির করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে বুধবার রাতে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। তিনি ৬১২ নম্বর কেবিনে আছেন।

হাসপাতালে ভর্তি হলেও তাদের কোনো শারীরিক জটিলতা নেই। তারা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

দেশে করোনা সংক্রমণ বাড়ায় গত মঙ্গলবার ফের ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা শুরু করা হতে পারে বলে আভাস দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। তিনি তখন জানান, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। সেইসঙ্গে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত।

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হবে: তথ্য প্রতিমন্ত্রী

সব বাধা অতিক্রম করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএমের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :