১২৯ রানে থামল ফরচুন বরিশালের ইনিংস

বাংলাদেশ প্রমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
শুরুতে টস জিতে বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি দলটি। ব্যক্তিগত মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন দলীয় ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ রান করে ফেরেন আরেক ওপেনার সৈকত আলি। আর তৌহিদ হৃদয় আউট হওয়ার আগে রানের খাতায় খুলতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এবং ক্যারিবিয়ান দানব নামে খ্যাত ক্রিসে গেইল। কিন্তু মাত্র ৩৭ রানে ভাঙে তাদের জুটি। ১৯ বলে ২১ রানে ফেরেন সাকিব। আর ক্রিস গেইল আউট হওয়ার আগে ৩৬ রান করেন গেইল।
শেষদিকে ডোয়াইন ব্রাভো ছাড়া কেউই সুবিধা করতে পারেননি কেউই। ২৬ বল খেলে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৩৩ রানে। এছাড়া ১ রানে সোহান, ৪ রানে জোসেফ এবং জিয়াউর ১ রানে সাজঘরে ফেরেন। আর তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ৫ রানে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিবিসির প্রতিবেদন: বার্সা-আল হিলাল নয়, ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কিয়ানির

রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

পরবর্তী কোচ হিসেবে এখনো আনচেলত্তির ব্যাপারে আশাবাদী ব্রাজিল

সৌদি আরবেই যাচ্ছেন বেনজেমা!

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব নাপোলির

বিদায়ী ম্যাচে বেনজেমার গোল, বিলবাওয়ের সঙ্গে রিয়ালের ড্র
