কেমন আছেন করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১৫:১৩
অ- অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। সোমবার তিনি হাসাপাতালে ভর্তি হন। এই খবর নিশ্চিত করেছেন নায়িকার স্বামী চিত্রনায়ক নাঈম।

তবে করোনায় আক্রান্ত হলেও নায়িকা শাবনাজের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান একসময়ের জনপ্রিয় অভিনেতা নাঈম। তিনি এও জানান, শাবনাজের অক্সিজেন লেভেলও স্বাভাবিক আছে।

দুই সপ্তাহে পর পর দুইবার কোভিড পরীক্ষা করিয়েছেন শাবনাজ। প্রথমবার তার ফল নেগেটিভ এলেও দ্বিতীয়বারে পজিটিভ আসে বলে জানান নাঈম।

অভিনেতা বলেন, ‘টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের কোভিড পরীক্ষা করা হয়। তাতে শাবনাজের ফল প্রথমে নেগেটিভ ছিল। পরে শাবনাজের ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে ফের পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট পজিটিভ আসে।’

নব্বইয়ের দশকে একসঙ্গে জুটি বেঁধে ২১টির মতো ছবিতে কাজ করেন নাঈম-শাবনাজ। একসঙ্গে কাজ করতে করতেই তারা একে-অন্যের প্রেমে পড়েন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করে তারা সেই প্রেমে পূর্ণতা দেন।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা