শিশু হত্যাচেষ্টা মামলায় আসামির পাঁচ বছর কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, শেরপুর
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:১২
অ- অ+

শেরপুরের শ্রীবরর্দী উপজেলার ছয় মাসের শিশুকে বিষ খাওয়াইয়ে হত্যা চেষ্টা মামলার আসামি খালা রিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ এপ্রিল শ্রীবরর্দী উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া তার মামাতো বোনের ছয় মাস বয়সী শিশু সারোরকে পুকুর পাড়ে নিয়ে মুখে বিষ ঢেলে দেয়।

পরে শিশু সরোয়ার অতিরিক্ত কান্নাকাটি করলে দৌঁড়ে গিয়ে মায়ের কুলে তুলে দেয় রিয়া। শিশুটির মা সুমি বেগম শিশুর মুখে বিষের গন্ধ পেয়ে চিৎকার দিলে বাড়ির সকলেই ছোটে আসে এবং শিশুটিকে শ্রীবরর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসহ সকলে নিয়ে যায়। এই ফাঁকে রিয়া ও তার সহযোগি আসামিরা মাজেদা বেগম, মাহমুদুল হাসান সবুজ, আলী আকবর, রিক্তা আক্তার, সুমি বেগমের ঘরে ঢুকে খাটের সাইড বক্স খুলে সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে শিশুর অবস্থা অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের ৭ মে সুমি বেগম বাদী হয়ে রিয়াসহ পাঁচজনকে আসামি করে শ্রীবরর্দী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে বিষ খাইয়ে হত্যা চেষ্টার দায়ে তিন বছর এবং স্বর্ণালংকার চুরির দায়ে ৮ লক্ষ্য ৬২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, মামলার রায়ে দোষী প্রমাণিত হওয়ায় আসামি রিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সহযোগী অন্য আসামিদের ৫৯/২১ নাম্বার মামলাটি জজ কোর্টে বিচারাধীন রয়েছে।

এই মামলার বাদী সুমি বেগম বলেন, আমার ৬ মাসের শিশু সারোয়ারকে বিষ খাইয়ে এমন নেক্কারজনক কাজ করে ওরা আমার সাড়ে ১৬ ভরি অলংকার চুরি করে। ৪টি বছর কোর্টের বারান্দায় এসেছি ন্যায় বিচারের আশায়। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই অন্য সহযোগী আসামিদের দ্রুত বিচার কার্যকর করতে সুমি বেগম কতৃপক্ষের নিকট সবিনয়ে আহবান রাখেন।

(ঢাকাটাইমস/২৫জানিুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা