পাবনায় শিশু হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:০৩
অ- অ+

আট বছর আগে পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় রাসেল নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। তিনি নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু ছেলে রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আসামি রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা