বগুড়ায় বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৮:১১| আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০৪
অ- অ+

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার বিকাল সোয়া ৫টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের আমতলা নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মৃত রহমত উল্লাহর ছেলে বাবুল প্রাং (৫৮), একই উপজেলার চোমরপাতালী গ্রামের ব‌দিউজ্জামানের ছেলে আ‌নোয়ার হো‌সেন, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি গ্রামের হৃদয় হোসেন (২২) ও তার স্ত্রী সাফিয়া খাতুন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া অটোরিকশায় থাকা আরেকজন যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম ঢাকা টাইমসকে পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/কেএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা