চট্টগ্রামে কমেছে শনাক্তের হার, একদিনে মৃত্যু ৪

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৩:০২
অ- অ+

চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তের হার। গত বৃহস্পতিবার তিন হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছে এক হাজার ১৬৭ জনের । শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। তবে এই একদিনে করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্ত হয় এক হাজার ৪৫৫ জন। এর একদিন পর বুধবার শনাক্ত হয় এক হাজার ১২১ জন। ওইদিন হার ছিল ৩৫ দশমিক ৬৭ শতাংশ। মঙ্গল ও বুধবার মৃত্যু হয়েছে দুইজন করে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার এবং উপজেলা পর্যায়ে তিন হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ১৬৭টি পজিটিভ রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ৮৮৭ ও উপজেলাগুলোতে ২৮০।

চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৪ জনের । এর মধ্যে মহানগরে ৭৩০ জন এবং উপজেলা পর্যায়ে ৬২৪ জন।

২৪ ঘণ্টায় জেলার মধ্যে সর্বোচ্চ ৫৩ জনের করোনা শনাক্ত হয় হাটহাজারীতে। এ ছাড়া লোহাগড়া উপজেলায় ১০ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, সীতাকুণ্ডে ১১, মিরসরাইয়ে ১৬ ও সন্দীপে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা