মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২
অ- অ+

মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকাতে হিবার লোপেজ নামে এক সাংবাদিককে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। চলতি বছর পাঁচ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

দেশটির অনলাইন বার্তা সংস্থা নোটিসিয়াস ওয়েবের পরিচালক নিজ কার্যালয়ে ছিলেন। এ সময় তিনি বিভিন্ন খবরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত অফিসে এসে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেক্সিকোর পুলিশ। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে তারা হাজতে রেখেছে।

রাজ্য ওক্সাকার বন্দরনগরী সেলিনা ক্রুজে নোটিসিয়াস ওয়েবের কার্যালয়।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে চার জন সাংবাদিককে হত্যা করা হয়। এখনও পর্যন্ত দুর্বৃত্তদের আটক করতে পারেনি স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রের সিনেটর টিম কাইন এবং মার্কো রুবিও মেক্সিকোর সাংবাদিকদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সরকারের প্রতি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলাহয়, ২০১৯ সালেও নোটিসিয়াস ওয়েবের পরিচালক হিবার লোপেজকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি স্থানীয় সরকার রাজনীতি ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতেন।

সম্প্রতি, দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তিনি গণমাধ্যমের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। তারপরই একের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯-এর পরিসংখ্যানে বলা হয়েছে, মেক্সিকোতে গত ২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৪৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি  
শেখ হাসিনার আমলে হওয়া নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা